ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশে ভারতের রেকর্ড গড়া জয়

প্রকাশিত: ০৯:৪৩, ২৫ জানুয়ারি ২০২০

  বিদেশে ভারতের রেকর্ড গড়া জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে উড়ন্ত সূচনা করল ভারত। প্রথম টি২০তে কিউইদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সুপার বিরাট কোহলির দল। অকল্যান্ডের অপেক্ষাকৃত ছোট মাঠ ইডেন পার্কে হাইস্কোরিং ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দু’দলের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। কিন্তু অতিথিদের ধুন্ধুমার উইলোবাজির মুখে সে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ থাকেনি। ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কোহলি বাহিনী। ৫ চার ও ৩ ছক্কায় মাত্র ২৯ বলে অপরাজিত ৫৮ রানের ম্যারাথন ইনিংস খেলে ম্যাচসেরা শ্রেয়াশ আইয়ার। নিজেদের টি২০ ইতিহাসে বিদেশের মাটিতে এটিই ভারতের সর্বোচ্চ রান টপকে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ব্রিস্টলে, ইংল্যান্ডের ১৯৮ রান টপকে জয়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ রবিবার। বড় রান তাড়ায় ভারতের শুরুটা অবশ্য ভাল ছিল না। এক ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় ওভারেই ফিরে যান তারকা ওপেনার রোহিত শর্মা (৭)। দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন লোকেশ রাহুল ও অধিনায়ক কোহলি। এরপর দ্রুতই দুই সেট ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। ২৩ বলে হাফ সেঞ্চুরি করা রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন ইশ সোধি। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৬ রানের ইনিংসটি সাজান রাহুল। মার্টিন গাপটিলের দুর্দান্ত এক ক্যাচে ফেরার আগে ৩২ বলে ৩ চার ও এক ছক্কায় ৪৫ রান করেন কোহলি। ১৩ রান করে স্পিনার সোধির দ্বিতীয় শিকারে পরিণত হওয়া শিবম দুবে বেশিক্ষণ টিকতে পারেননি। জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৫৩ রান। যেটি শেষ দুই ওভারে নেমে আসে ১৮ রানে। ১৯তম ওভারে টিম সাউদিকে ১ চার ও ২ ছক্কায় ম্যাচ শেষ করে দেন আইয়ার। ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৮ রানের ইনিংসটি সাজান ডানহাতি এ ব্যাটসম্যান। মনিশ পান্ডে ১২ বলে অপরাজিত ১৪। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিল। পাওয়ার প্লের ৬ ওভারে দু’জন যোগ করেন ৬৮ রান। অভিজ্ঞ গাপটিলকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙ্গেন শিবম দুবে। অষ্টম ওভারে তখন ৮০ রান তুলে ফেলে কিউইরা। ১৯ বলে ৩০ করে গাপটিল আউট হন সীমানায় রোহিত শর্মার দারুণ এক ক্যাচে। শুরুর গতি দ্বিতীয় উইকেটে ধরে রাখেন মুনরো ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৬ বলে মুনরো স্পর্শ করেন তার দশম টি২০ হাফসেঞ্চুরি। ৪২ বলে তার ৫৯ রানের ঝড়ো ইনিংস থামে শার্দুল ঠাকুরের বলে। পরের ওভারে স্পিনার রবীন্দ্র জাদেজার বলে আলগা শটে শূন্য রানেই বিদায় নেন বিপজ্জনক কলিন ডি গ্র্যান্ডহোম। দ্রুত জোড়া ধাক্কা সত্ত্বেও খুব একটা কাবু হয়নি স্বাগতিকরা। উইলিয়ামসন ও রস টেইলর টর্নেডো জুটিতে এগিয়ে নেন দলকে। ২৮ বলে ৬১ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। অধিনায়ক উইলিয়ামসন ফেরেন ৪টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৫১ রান করে। এরপরও দলকে দুই শ’ পেরিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহে নিয়ে যান টেইলর। অভিজ্ঞ এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩টি করে চার ও ছক্কায় ২৭ বলে ৫১ রান করে। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় ৬ বছর পর টি২০তে হাফ সেঞ্চুরির দেখা পেলেন সাবেক কিউই অধিনায়ক। আগেরটি ছিল ২০১৪ টি২০ বিশ্বকাপে, চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মাঝের সময়টায় হাফসেঞ্চুরি না পেলেও অবশ্য নিয়মিত রান পেয়েছেন তিনি। স্কোর ॥ নিউজিল্যান্ড ॥ ২০৩/৫ (২০ ওভার; গাপটিল ৩০, মুনরো ৫৯, উইলিয়ামসন ৫১, ডি গ্র্যান্ডহোম ০, টেইলর ৫৪*, সেইফার্ট ১, স্যান্টনার ২*; বুমরাহ ১/৩১, শার্দুল ১/৪৪, শামি ১/৫৩, চাহাল ১/৩২, দুবে ১/২৪, জাদেজা ১/১৮) ভারত ॥ ২০৪/৬ (১৯ ওভার; রোহিত ৭, রাহুল ৫৬, কোহলি ৪৫, শ্রেয়াস ৫৮*, দুবে ১৩, মনিশ ১৪*; স্যান্টনার ১/৫০, টিকনার ১/৩৪, সোধি ২/৩৬)। ফল ॥ ভারত ৬ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ শ্রেয়াস আইয়ার (ভারত) সিরিজ ॥ পাঁচ ম্যচের টি২০ সিরিজে ভারত ১-০ ব্যাবধানে এগিয়ে
×