ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর ২৩তম স্প্যান বসছে ৩১ জানুয়ারি

প্রকাশিত: ১০:৩৭, ২৫ জানুয়ারি ২০২০

  পদ্মা সেতুর ২৩তম  স্প্যান বসছে  ৩১ জানুয়ারি

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ২৩তম স্প্যান বসছে ৩১ জানুয়ারি। সবকিছু ঠিক থাকলে ‘৬-এ’ নম্বর স্প্যানটি সেতুর জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর খুঁটিতে বসানো হবে। ইতোমধ্যে সেতুর ৩৩শ’ মিটার দৃশ্যমান হয়েছে। আর ১৯টি স্প্যান বা ২.৮৫ কিলোমিটার দৃশ্যমান হলেই বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিবে। বৃহস্পতিবার সর্বশেষ ‘১ই’ নম্বরের ২২তম স্প্যানটি মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। ২৩ নম্বর স্প্যানটি বসানো হলে সেতুর জানুয়ারি মাসেই তিনটি স্প্যান ওঠানো হবে। এ লক্ষে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জানুয়ারি ২৩তম স্প্যানটি বসানো হবে। এখন থেকে প্রতি মাসেই তিনটি করে স্প্যান বসানোর কথা রয়েছে। তিনি আরও জানান, পিয়ারের ওপর শুধু স্প্যানই বসছে না। এ সকল স্প্যানের ওপর (নীরে অংশে) ইতোমধ্যে ১ কিলোমিটারের ওপর রেললাইন বসে গেছে। আর স্প্যানের ওপর প্রায় ৪শ’ মিটার রোডওয়ে সø্যাব বা রাস্তার কাজ হয়েছে। মূল সেতুর কাজ হয়েছে ৮৫.৫ ভাগ। সেতুর সার্বিক অগ্রগতি ৭৬.৫ ভাগ।
×