ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০ ওভারে ১৩৬/৬

প্রকাশিত: ০৫:১৬, ২৫ জানুয়ারি ২০২০

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০ ওভারে ১৩৬/৬

অনলাইন ডেস্ক ॥ গতকালের প্রথম টি-টোয়েটি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। মাত্র ১৪১ রানে বাংলাদেশের ইনিংস শেষ হলেও লাড়ই করা ম্যাচে শেষ ওভারে জিতে যায় পাকিস্তান। আজ পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টতে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ১৩৬ রান।তামিম ৫৩ বলে করেছেন ৬৫ রান। অন্যরা কেউ তেমন রান করতে পারেনি। উইকেট আগের ম্যাচের মতোই মন্থর। পেসাররা বাড়তি বাউন্স পেলেন মাঝে-মধ্যে। শুরু থেকে শেষ পর্যন্ত টাইমিং পেতে সংগ্রাম করলেন বাংলাদেশের ব্যাটসম্যান। লম্বা সময় ক্রিজে থেকে ফিফটি করেছেন দেশের সফলতম ব্যাটসম্যান তামিম ।কিন্তু সেভাবে কখনও গতি পায়নি ইনিংস। ২০ ওভারে ৬ উইকেটে রানে থেমেছে বাংলাদেশ। বিশের ঘর ছাড়াতে পেরেছেন কেবল তামিম। সাত চার ও এক ছক্কায় ৫৩ বলে করেছেন ৬৫। টানা দুই ম্যাচে লাহোরে সর্বনিম্ন রানের রেকর্ড ভাঙল বাংলাদেশ। আগের ম্যাচে বাংলাদেশের ১৪১ ছিল লাহোরে প্রথম ইনিংসে কোনো দলের সর্বনিম্ন। এবার রান হলো এর চেয়েও কম। বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৬ (তামিম ৬৫, নাঈম ০, মেহেদি ৯, লিটন ৮, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, সৌম্য ৫*, আমিনুল ৮*; ইমাদ ২-০-১৬-০, আফ্রিদি ৪-০-২২-১, হাসনাইন ৪-০-২০-২, রউফ ৪-০-২৭-১, শাদাব ৩-০-২৮-১, মালিক ২-০-৯-০, ইফতিখার ১-০-১২-০)
×