ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীর চরে দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৯:৩০, ২৬ জানুয়ারি ২০২০

রাজশাহীর চরে দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলার পদ্মার চরে জাকির হোসেন (২১) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চর কালিদাসখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন ওই এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে। আবদুল খালেক মোল্লা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে পাশের কালিদাসখালী বাজারে ওষুধ আনতে গিয়েছিলেন জাকির। তারপর তিনি আর বাড়ি ফিরেননি। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে কালিদাসখালী চরের একটি মটরখেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়। চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে চাষীরা মাঠে যাওয়ার সময় মটরখেতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনিও ঘটনা স্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। বাজিতপুরে যুবক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার বাজিতপুরে শ্রীবাস ঋষিদাসকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দিঘীরপাড় ভোটঘর বালুর মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রীবাস ঋষিদাস একই দিঘীপাড় ইউনিয়নের ঋষিপাড়ার রাম প্রসাদ ঋষিদাসের ছেলে। তিনি পেশায় স্থানীয় ভোটঘর বাজারে একটি সেলুনে কাজ করতেন। একাধিক সূত্র জানায়, সকালে ভোটঘর বালুর মাঠের পাশে শ্রীবাসের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে থানা পুলিশে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
×