ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে পিঠা উৎসব

প্রকাশিত: ০৯:৩১, ২৬ জানুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে পিঠা উৎসব

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৫ জানুয়ারি ॥ তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী পিঠাপুলির উৎসব। শতাধিক স্টল নিয়ে রকমারি পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক শিক্ষার্থীরা। ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুয়াশায় ঢাকা সকালে কিংবা সন্ধ্যায় হিমেল বাতাসে মুখরোচক পিঠার স্বাদ নেয়া ভোজনবিলাসী বাঙালীর ঐতিহ্যের অংশ। এই মাঘের হিম হিম ঠা-ায় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাস মাঠে শুরু হয় এই পিঠাপুলির উৎসব। শতাধিক স্টলে প্রায় দুই শতাধিক গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। ফিশ ফার্মিং কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ জানুয়ারি ॥ নওগাঁয় বায়োফ্লক ফিশ ফার্মিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য চাষীদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদফতর নওগাঁ এবং এফ এ্যান্ড এস ইন্টারন্যাশনালের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, মৎস্য অধিদফতর পরিচালক (অব) ড. জোয়ার্দ্দার মোঃ আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ। এ ছাড়া বক্তব্য রাখেন, মৎস্য অধিফতরের পরিচালক ড. একেএম আমিনুল হক, এফ এ্যান্ড এস ইন্টারন্যশনালের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব আলম। কর্মশালায় জেলার সকল উপজেলার মৎস্যচাষী ও খামারীরা অংশ গ্রহণ করেন।
×