ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ালা ছানাদের মা যখন শিয়াল

প্রকাশিত: ১১:৩২, ২৬ জানুয়ারি ২০২০

কোয়ালা ছানাদের মা যখন শিয়াল

অস্ট্রেলিয়ায় বিশ্বের ভয়াবহ দাবানলের রেশ কাটতে না কাটতেই দেশের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ধুলার ঝড়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে, এক শিয়াল মা হারা কোয়ালা ছানাদের দুধ খাওয়াচ্ছে। ভিডিওতে একযোগে বিপর্যয় কাটিয়ে ওঠার বার্তা দেশকে দিয়েছে বলে মন্তব্য করেছেন লোকজন। ভিডিওটি শেয়ার করেছেন আদর্শ হেগড়ে নামে এক ইউজার। ক্যাপশনে তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ায় একটি শেয়াল কোয়ালা শাবকদের দুধপান করতে দিচ্ছে। অস্ট্রেলিয়ার দাবানলে শাবকগুলো তাদের মা হারিয়েছে এবং অনেক পশুই তাদের শাবককে হারিয়েছে। এটা মানবতার জন্য একটা অসাধারণ দৃষ্টান্ত। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, একটি মা শিয়াল শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। আর একদল কোয়ালা ছানা দুধপান করছে। আসলে ওই শেয়াল শান্তভাবে দাঁড়িয়ে থেকে কোয়ালা ছানাদের দুধপানে সাহায্য করেছে। এই ঘটনা প্রকৃতির একটি অসাধারণ ঘটনা এবং মাতৃস্নেহের অনুপম দৃষ্টান্ত। -ইন্ডিয়া টুডে
×