ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাস্তায় সমুদ্রের ফেনিল স্রোত

প্রকাশিত: ১১:৩৩, ২৬ জানুয়ারি ২০২০

রাস্তায় সমুদ্রের ফেনিল স্রোত

স্পেনের টোসা দে মারে শহরে সম্প্রতি আছড়ে পড়েছিল শক্তিশালী ঝড় গ্লোরিয়া। এর পরই দেশটির সড়ক-মহাসড়কে সমুদ্রের ফেনিল স্রোত ঢেকে ফেলেছে। ভিডিওটি দেখে স্থানীয়রা জলবায়ুর পরিবর্তনের বিপদ সম্পর্কে তাদের উদ্বেগ ব্যক্ত করেছেন। গ্লোরিয়ার প্রবল ঝড়, ভারি বৃষ্টি ও সমুদ্রের বিশাল ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল শহরের জনজীবন। সেই সঙ্গে সমুদ্রের ফেনিল ঢেউ শহরের বিভিন্ন রাস্তা ভাসিয়ে দেয়। ফেনিল ঢেউয়ে বন্দী শহরের বিভিন্ন রাস্তা ও শক্তিশালী ঝড়ে বাসিন্দাদের বিপর্যস্ত হয়ে পড়ার ভিডিও সংবাদসংস্থা রয়টার্স তাদের টুইটারে শেয়ার করে। ভিডিওতে স্পেনের কাতালোনিয়া অঞ্চলের বার্সেলোনার নিকটবর্তী ছোট্ট ওই শহরের বাসিন্দাদের দুর্ভোগের চিত্র ধরা পড়েছে। দেখা গেছে, সমুদ্রের ফেনায় ঢাকা পড়েছে শহরের বিভিন্ন রাস্তা। এর ফলে হাজার হাজার মানুষ আটকে পড়েন। প্রবল ঢেউ রাস্তায় ঢুকছে ও রাস্তাগুলো সমুদ্রের সাদা ফেনায় ঢেকে যাচ্ছে। ভিডিও দেখে টুইটার ব্যবহারকারীরা অবাক হয়েছেন। অনেকেই মনে করছেন, এটা একেবারেই স্বাভাবিক নয়। এটাই প্রকৃত জলবায়ু পরিবর্তনের উদাহরণ। স্থানীয়দের অনেকেই জলবায়ু পরিবর্তনের বিপদ ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। একজন মন্তব্য করেছেন, সমুদ্রের জলস্তর বিশ্বজুড়েই বাড়ছে...আমাদের অবিলম্বে সতর্ক হতে হবে। -ফক্স নিউজ
×