ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চালের দাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৪, ২৬ জানুয়ারি ২০২০

চালের দাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই ॥ খাদ্যমন্ত্রী

সংবাদদাতা, সাভার, ২৫ জানুয়ারি ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম বাড়ানো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। দেশে পঞ্চাশ লাখ মানুষকে দশ টাকা দরে চাল খাওয়ানো শেখ হাসিনা সরকারের জন্য এটা একটা বিস্ময়। মোটা চাল সরকার বাজারে যেটা সংগ্রহ করে সে চালের দাম বাজারে অনেক কমে আসছে। শনিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকায় স্থানীয়দের সঙ্গে সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সরকার দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে ইতোমধ্যেই কৃষি মন্ত্রণালয় থেকে ভর্তুকি দিচ্ছে এবং ডিইপি সারের দাম ১৬ টাকা কেজিতে নিয়ে আসা হয়েছে। সেইসঙ্গে কৃষিকে যান্ত্রিকীকরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা মন্ত্রিসভায় আইন পাস করেছি যাতে কৃষককে নায্য মূল্য দেয়া যায়। সে কারণে দেশের দুই শ’ স্থানে পাঁচ হাজার মেট্রিক টন করে এক একটা পেডিসাইলো নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে কৃষকরা নায্য মূল্য পায়। এ সময় অনুষ্ঠানে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
×