ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেয়র প্রার্থীরা সবাই প্রায় উচ্চশিক্ষিত

দুই সিটির কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে মামলা বেশি

প্রকাশিত: ১২:০৩, ২৬ জানুয়ারি ২০২০

দুই সিটির কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে মামলা বেশি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশ ব্যবসায়ী। মেয়র পদে প্রার্থীরা প্রায় সবাই উচ্চশিক্ষিত। মেয়র পদে কয়েকজনের আয়ও কোটি টাকার উপরে। মেয়র পদের প্রার্থীদের বিরুদ্ধে মামলা কম হলেও কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে মামলার পরিমাণ বেশি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। তাদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত ২০১৫ সালের তুলনায় উভয় সিটিতে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী সংখ্যা কমেছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা প্রার্থীদের এই তথ্য প্রকাশ করেন। সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এই তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তাদের তথ্য বিশ্লেষণে দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনটি পদে সর্বমোট ৩৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিটিতে সংরক্ষিত আসনের ৭৭ নারী প্রার্থী ছাড়াও ৬ নারী প্রার্থী সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৬ জনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ১ জন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত ২ জন। ঢাকা দক্ষিণে চূড়ান্ত প্রার্থী রয়েছে ৪১৪ জন। সংরক্ষিত আসনের ৮২ নারী প্রার্থী ছাড়াও ঢাকা দক্ষিণে ৯ নারী প্রার্থী সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৯ জনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ১ জন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত ২ জন। তারা দেখান যে ঢাকার দুই সিটিতে ১৩ মেয়র প্রার্থীর সবাই রাজনৈতিক দল থেকে মনোনীত। স্বতন্ত্র কেউ নেই। এতে বলা হয় দুটি সিটি কর্পোরেশনের সকল পদেই ২০১৫ সালের তুলনায় প্রার্থী সংখ্যা হ্রাস পেয়েছে। ঢাকা উত্তরে চূড়ান্ত প্রার্থী হিসেবে তিনটি পদে ৩৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ২০১৫ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল ৩৮২ জন। এর মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন। একইভাবে ঢাকা দক্ষিণে চূড়ান্ত প্রার্থী হিসেবে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩২৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২ জন; তিনটি পদে সর্বমোট ৪১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ২০১৫ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল যথাক্রমে ২০, ৩৮৭ ও ৯৫ এবং সর্বমোট ৫০২ জন। প্রার্থীদের শিক্ষাগত সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয় উত্তরের ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনই উচ্চশিক্ষিত। ১ জন প্রার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ৫৪টি ওয়ার্ডের ২৪৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে অধিকাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। শুধু এসএসসির নিচেই ১২৩ জন। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীর সংখ্যা মাত্র ৫৬ জন।
×