ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে পঁচাত্তরের মতোই একদলীয় শাসন চলছে ॥ মওদুদ

প্রকাশিত: ১২:০৩, ২৬ জানুয়ারি ২০২০

দেশে পঁচাত্তরের মতোই একদলীয় শাসন চলছে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ দেশে এখন পঁচাত্তরের মতোই একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মওদুদ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। তাকে মুক্ত করতে বিএনপি আন্দোলন করবে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা। তাই খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। ব্যারিস্টার মওদুদ বলেন, দেশের মানুষের কাছে একদলীয় বাকশাল ব্যবস্থা কখনই গ্রহণযোগ্য নয়। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করেছে। দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ ফিরিয়ে আনার দায়িত্ব এখন জনগণ বিএনপির ওপর অর্পণ করেছে। তিনি বলেন, একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীতে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন। আজকে সেই গণতন্ত্র আমাদের নেই।
×