ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনে বাংলাদেশীদের জন্য দূতাবাসের হটলাইন

প্রকাশিত: ১২:০৫, ২৬ জানুয়ারি ২০২০

চীনে বাংলাদেশীদের জন্য দূতাবাসের হটলাইন

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনে করোনা ভাইরাস ছড়ানোর কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশীদের জন্য হটলাইন চালু করা হয়েছে। এর নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫। বেজিংয়ে বাংলাদেশ দূতাবাস এ হটলাইন চালু করেছে বলে শনিবার এক বার্তায় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খবর ওয়েবসাইটের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া ওই বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশীদের করা ২৪৫ সদস্যের উই চ্যাট (মোবাইলে ভয়েস চ্যাটের জনপ্রিয় এ্যাপ) গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে উহান শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বিচলিত না হয়ে সরকারী নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।’ ‘সিটি নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত’ স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ ডেমোক্র্যাটিক কাউন্সিল’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খসরু বলেন, লোকে বলে ন্যাড়া বেলতলায় কবার যায়? বিএনপি কেন আবারও নির্বাচনে যায়? যেখানে রাষ্ট্রের সকল যন্ত্র, রাষ্ট্রের সকল কর্মকর্তাকে বাধ্য করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য, তাদের নির্বাচনে জয়ী করার জন্য। এ পরিস্থিতিতে বিএনপি কেন আরেকটা নির্বাচনে যাচ্ছে ? আমরা যাচ্ছি কেন ? জনগণ যাতে তার অপশনটা, ভোট দেয়ার যে একটা সুযোগ আছে, তা প্রয়োগের সুযোগ পায় তার জন্য।
×