ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোশাক খাত থেকে ৩৪ বিলিয়ন ডলার রফতানি হয়েছে ॥ ড. রুবানা হক

প্রকাশিত: ১২:২৪, ২৬ জানুয়ারি ২০২০

পোশাক খাত থেকে ৩৪ বিলিয়ন ডলার রফতানি হয়েছে ॥ ড. রুবানা হক

সংবাদদাতা, সাভার, ২৫ জানুয়ারি ॥ বাংলাদেশ পোশাক রফতানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেছেন, বাংলাদেশ গত অর্থবছরে পোশাক খাত থেকে ৩৪ বিলিয়ন ডলার রফতানি করেছে। সেইসঙ্গে সারাদেশে পোশাক কারখানাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছেন। শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। রুবানা হক বলেন, শ্রমিকের মজুরি এবং দক্ষতার মধ্যে একটি গ্যাপ আছে। যার জন্য জাতীয় পর্যায়ে আমাদের এফিসিয়েন্সি লেভেল ৪০ ভাগ। কিন্তু আমাদের শ্রমিকের আরও পারদর্শী করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এর প্রয়োজন রয়েছে। আমাদের শ্রমিকরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এশিয়ান ইউনিভার্সিটিতে আগামী ৯ মে প্রায় দশজন শ্রমিক গ্যাজুয়েট সম্পন্ন করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গ্যাজুয়েট করায় এটি ইতিহাস সৃষ্টি করবে। এ সময় শ্রমিকদের মজুরির বিষয়ে তিনি বলেন, যে মুহূর্তে শ্রমিকদের মজুরি বাড়ে ঠিক সেই মুহূর্তেই পরিবহন ভাড়া, বাড়ি ভাড়া, ও দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। ফলে শ্রমিকরা বৃদ্ধি করা মজুরি পেলেও উপকৃত হন না। তিনি আরও বলেন, আগামী অর্থ বছরের বাজেটে শ্রমিকদের আবাসন, গৃহায়ন ও খাদ্য এ তিনটি বিষয়ে সরকারের একটু মনোযোগ হন। কারণ সরকারের একটা বড় সামাজিক খাত রয়েছে এ বছর সেটা ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা আশাকরি আরও দুই শ’ কোটি টাকা যদি আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে শ্রমিকদের জন্য কিছুটা সাশ্রয় হবে। এর আগে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে একটি ভবন উদ্বোধন করেন তিনি।
×