ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিপার্স কাউন্সিলের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১২:২৫, ২৬ জানুয়ারি ২০২০

শিপার্স কাউন্সিলের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিন্হা লাউঞ্জে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সভাপতি রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। এ সভায় বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সড়ক, নৌ, রেলওয়ে পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাউন্সিলের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে নেদারল্যান্ডের আমস্টারডার্মে এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান শিপার্স এ্যালায়েন্স ও গ্লোবাল শিপার্স এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বার্ষিক সাধারণ সভায় যোগদান এবং মূল্যবান বক্তব্য উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। প্রায় শতাধিক সদস্য সভায় যোগদান করেন। সভার আলোচ্যসূচী অনুযায়ী গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০১৯, অডিটকৃত ২০১৮-১০১৯ অর্থবছরের ব্যালেন্স শীট ও হিসাব বিবরণী অনুমোদন এবং ২০১৯-২০২০ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। কাউন্সিলের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ড. আর এম দেবনাথ ২০২০ এবং ২০২১ মেয়াদের নব-নির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন। নব নির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকরা হলেন: চেয়ারম্যান- মোঃ রেজাউল করিম, স্বত্বাধিকারী, এসএন জুট ইন্টারন্যাশনাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান- আরিফুল আহ্সান, চেয়ারম্যান, সিল্ক কন্টেনার লাইন্স; ভাইস চেয়ারম্যান- মুনির হোসেন, পরিচালক, ড্রেস ওয়ার্ল্ড এবং পরিচালকগণ হলেন- আরজু রহমান ভুঁইয়া, স্বত্বাধিকারী, আরজু জুট ট্রেডার্স; কামরান উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল জুট ট্রেডিং; একেএম আমিনুল মান্নান (খোকন), স্বত্বাধিকারী, ইস্ট ওয়েস্ট জুট ট্রেডিং কোম্পানি; সৈয়দ মোঃ বখতিয়ার, চেয়ারম্যান, এ্যাক্টিভ লজেস্টিক্স; নুরুসছফা বাবু, পরিচালক, ইলেক্ট্রো মার্ট; জিয়াউল ইসলাম, পার্টনার, এমএস ফ্যাশন্স; গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স ও আতাউর রহমান খান, স্বত্বাধিকারী, এআর খান এ্যান্ড কোম্পানি। নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকবৃন্দ দায়িত্ব বুঝে নেন।
×