ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ দিনব্যাপী আইসিটিমেলা শুরু

প্রকাশিত: ১২:২৭, ২৬ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে ৩ দিনব্যাপী আইসিটিমেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ॥ শনিবার সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আইসিটিমেলা। এতে অংশগ্রহণ করছে দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল। স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ মেলা উদ্বোধন করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল (এসসিআইটিপি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জয়বাংলা স্লোগানে দেশ স্বাধীন হয়েছে। এটি স্বাধীনতার স্লোগান, বাঙালীর হৃদয়ের স্লোগান। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়া এদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তথ্যপ্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ প্রযুক্তি যে জাতি আয়ত্ত করে পেরেছে সে জাতি ততই সমৃদ্ধ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের কর্মকর্তারা। আগামী সোমবার পর্যন্ত এ মেলা চলবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
×