ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রাখে ইরান ॥ এইওআই

প্রকাশিত: ২৩:৩৬, ২৬ জানুয়ারি ২০২০

যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রাখে ইরান ॥ এইওআই

অনলাইন ডেস্ক ॥ ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওই’র একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তার দেশে যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রাখে এবং প্রয়োজন হলে তা করবেও। এইওআই’র পরিচালক আলী আকবর সালেহির বিশেষ সহকারী আলী আসগার জারেয়িয়ান ইরানের ফোরদো পরমাণু স্থাপনা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কয়েকজন কর্মকর্তাকে নিয়ে গত বুধবার তিনি এ পরিদর্শনে যান; সম্প্রতি প্রথম প্রকাশিত হয়েছে তার বক্তব্য। জারেয়িয়ান বলেন, “ইরানের কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে এবং সিদ্ধান্ত নেয় তাহলে আমরা যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে প্রস্তুত রয়েছি।” তিনি আরো বলেন, বর্তমানে ইরানের শক্তিমত্তা ও ক্ষমতার অন্যতম প্রধান উৎস হচ্ছে এদেশের পরমাণু শিল্প। পরমাণু অস্ত্র তৈরি করার জন্য শতকরা ৯০ ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন। তবে বেশিরভাগ বেসামরিক কাজ সর্বোচ্চ শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেই করা সম্ভব। ইরান এক সময় ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলেও ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা সই করার পর তা কমিয়ে ৩.৪৭ মাত্রায় নিয়ে আসে। এদিকে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারার প্রতিবাদে সম্প্রতি ইরান ওই সমঝোতার বাধ্যবাধকতা আপাতত আর পালন করবে না বলে জানিয়েছে।
×