ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীরের বাসভবনে হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ০৫:০৪, ২৬ জানুয়ারি ২০২০

মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীরের বাসভবনে হুইপ ইকবালুর রহিম

অনলাইন ডেস্ক ॥ দিনাজপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পলিটেনিক ইনস্টিটিউটের সাবেক রেজিষ্টার আলহাজ্ব মোহাম্মদ হুমায়ুন কবীরকে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে শহরের মধ্য বালুবাড়ির বাসভবনে যান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার চয়োরম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সাংবাদিক শাহারিয়ার হিরুসহ অন্যান্যরা। গত ১৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির উচ্চ রক্তচাপজনিত কারণে আবদুর রহিম মিডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে দুই দিন অবস্থানের পর তিনি বাসায় ফরিনে। আজ রবিবার দুপুর ১২টায় হুইপ ইকবালুর রহিম তার স্কুল জীবনের গৃহশিক্ষকে দখেতে যান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বেশ কিছু সময় অসুস্থ্য মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদরে সঙ্গে সময় কাটান। এখানে উল্লেখ্য যে মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হুমায়ুন কবীর ১৯৭১ সালে ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গারামপুরে জোনাল এ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ওয়েস্ট জোন-১ এর সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতার পরে হুইপ ইকবালুর রহিমের গৃহশিক্ষক ছিলেন।
×