ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বখাটে স্বামীর হাতে স্ত্রীকে নির্যাতন অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ জানুয়ারি ২০২০

মাদারীপুরে বখাটে স্বামীর  হাতে স্ত্রীকে নির্যাতন অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ শিক্ষকতা করতে নিষেধ করে স্ত্রীকে প্রতিদিন মানসিক ও নির্যাতন করার অভিযোগ উঠেছে বখাটে স্বামী কামাল মাদবরের বিরুদ্ধে। শনিবার রাতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে স্থানীয় একটি কিন্ডার গার্ডেটেনের শিক্ষিকা ফারজানা আক্তার (২৩)। নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত কামাল মাদবর শিবচর উপজেলার চরচান্দ্রা বাবুর আলী মল্লিক কান্দি গ্রামের মৃত ফয়জল মাদবরের ছেলে। ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা আক্তারকে বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী কামাল মাদবর। পড়তে না দেওয়া, শিক্ষকতা পেশায় চাকরি করতে না দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ফারজানা আক্তারের উপর নির্যাতন চালায় বখাটে স্বামী। কয়েক দফা হাসপাতালেও ভর্তি হয়েছে ফারজানা আক্তার। ৪ বছরের পুত্র সন্তানের সামনেই মাঝে মাঝে ফারজানা আক্তারকে নির্যাতন ও মারধর করে কামাল মাদবর। এঘটনায় বেশ কয়েকবার শালিস বৈঠকে ভালো হয়ে চলার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রী ফারজানা আক্তারকে বাড়িতে নিয়ে আবার নির্যাতন শুরু করে। সর্বশেষ শনিবার রাতে তাকে বেধরক মারধর করলে তিনি গুরুতর আহত হন। গৃহবধূ ফারজানা আক্তার বলেন, “বিয়ের পর থেকেই প্রায়ই তুচ্ছ ব্যাপার নিয়ে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় আমার স্বামী। আমি কেন পড়াশোনা করি, কেন শিক্ষকতা করি? এ নিয়ে কথায় কথায় মারধর করে। বিয়ের পর অনেক কষ্ট করে আমি এইচএসসি পাস করেছি। আমি চাই আরো পড়াশুনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবো। কিন্তু আমার স্বামী আমাকে পড়াশুনা করতে বাধা দেয়। এ নিয়ে প্রায় প্রতিদিন আমাকে নির্যাতন করে।” শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
×