ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাস্টমস দিবসে রাজপথে তারকারা

প্রকাশিত: ০৬:১১, ২৬ জানুয়ারি ২০২০

কাস্টমস দিবসে রাজপথে তারকারা

অনলাইন ডেস্ক ॥ আজ (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০। দেশব্যাপী চলে এ নিয়ে আয়োজন। জনগণকে উৎসাহ দিতে রাজধানীতে আয়োজন করা হয়েছিল শোভাযাত্রা। এতে অংশ নেন বিনোদন অঙ্গনের তারকারাও। এর আগে দিবসটি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন তিনি। এরপর তার নেতৃত্বে এনবিআরের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। রাজমণি সিনেমা হলের সামনে দিয়ে কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-শিল্পকলা একাডেমি-দুদক কার্যালয় ঘুরে আবার জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে শেষ হয় এটি। র‌্যালীতে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, জয়া আহসান, অভিনেতা আজিজুল হাকিম, মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, অভিনেত্রী তারিন জাহান, গোলাম ফরিদা ছন্দা, শাহনাজ খুশি, অপর্ণা ঘোষ, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, নৃত্যশিল্পী সোহেল রহমান, নাট্যকার জিনাত হাকিমসহ অনেকে। কাস্টমস সূত্রে জানা যায়, কাস্টমস, ভ্যাট ও ট্যাক্সের বিষয়ে সাধারণ জনগণকে সচেতন ও উৎসাহ দিতে তারকারা এতে সম্পৃক্ত হয়েছেন। এছাড়াও আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সারাদেশের কাস্টম অফিসগুলোতেওে বিভিন্ন আয়োজন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে হয়েছে শোভাযাত্রা।
×