ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তালাক দেয়ায় সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে

প্রকাশিত: ০৮:২৪, ২৭ জানুয়ারি ২০২০

  তালাক দেয়ায়  সাবেক স্ত্রীর  আপত্তিকর  ছবি  ফেসবুকে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ তালাক দেয়ায় সাবেক স্ত্রীর আপত্তিকর অর্ধনগ্ন ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আদালতের করা মামলাটি বিচারকের নির্দেশে রবিবার যশোর কোতোয়ালি থানায় রেকর্ড করা হয়েছে। মামলাটি হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। আসামিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝানিয়া গ্রামের ছেলে রকি আহমেদ (২৭), রকির ভাই দ্বীনার (২৪) এবং তার মা মনোয়ারা বেগম (৫০)। এজাহারে উল্লেখ করা হয়েছে, যশোর সদর উপজেলার একটি গ্রামের এক মেয়েকে নানাভাবে ফুসলিয়ে অপহরণ করে ২০১৯ সালে বিয়ে করে রকি। সেই সময় ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে অপহরণের মামলার প্রস্তুতি নিলে আসামিরা প্রভাব বিস্তার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিস মীমাংসা হয় এবং তিনি সংসার করতে থাকেন। কিন্তু রকির স্বভাবচরিত্র ভাল নয়। তাকে অন্যের শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিত রকি। তিনি রাজি না হওয়ায় ভাই ও মায়ের ইন্ধনে তার (ওই মেয়ের) কয়েকটি আপত্তিকর অর্ধনগ্ন ছবি রকি তার মোবাইল ফোনে ধারণ করেন। বিষয়টি ওই মেয়ে তার পরিবারের লোকজনকে জানালে মাসসাতেক আগে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। মেয়েটি স্বেচ্ছায় রকিকে তালক দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীকে ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকেন রকি ও তার পরিবারের লোকজন। পরে ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়। এতে রকি ও তার পরিবারের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে কয়েক সপ্তাহ আগে ওই মেয়ের আপত্তিকর অর্ধনগ্ন ছবি ফেসবুকে ফেক আইডি খুলে তা আপলোড করে। ‘শহিদুর রহমান’, ‘তোর জন্য’ এবং ‘দেবাশীষ দাস’ নামে তিনটি ফেক আইডি খুলে তা তার বর্তমান স্বামীর ফেসবুকে ট্যাগ করে ছবিগুলো গত ২১ জানুয়ারি পোস্ট করে। এতে ওই মেয়ের মানহানি হয়।
×