ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগর জাপা কমিটি বাতিল দাবি

প্রকাশিত: ০৮:২৪, ২৭ জানুয়ারি ২০২০

 চট্টগ্রাম নগর জাপা কমিটি বাতিল  দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অগণতান্ত্রিকভাবে সম্মেলনবিহীন ৯ সদস্যের নগর জাতীয় পার্টির (জাপা) কমিটি বাতিলের দাবিতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়রসহ সভাপতি আলহাজ কামাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। এতে কমিটির সভাপতি সোলাইমান শেঠকে অরাজনৈতিক এবং সমাজবিরোধী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এ সম্মেলনে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিন রনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে বলা হয়, বহু ঘাতপ্রতিঘাত আর কঠিন পথ পাড়ি দিয়ে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ জাতীয় পার্টি। কিন্তু উক্ত সোলাইমান শেঠ নগর জাপাকে ধংসের শেষ সীমায় নিয়ে গেছেন। তার কারণে নগর জাতীয় পার্টি এখন জীবন্ত একটি লাশ, দাফন জরুরী। তার কারণে এ সংগঠনের বহু নেতৃবৃন্দ নীরবে নিবৃত্তে রয়েছেন।
×