ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে জন্মদিনের অনুষ্ঠানে গণধর্ষণ ঘটনায় চার ধর্ষককে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

প্রকাশিত: ০৯:০৮, ২৬ জানুয়ারি ২০২০

শ্রীপুরে জন্মদিনের অনুষ্ঠানে গণধর্ষণ ঘটনায়  চার ধর্ষককে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে জন্মদিনের অনুষ্ঠাণে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এবং হাত-পা ও মুখ বেঁধে এক স্কুল ছাত্রীকে রাতভর গণধর্ষণের মামলায় গ্রেফতারকৃত চার বন্ধুকে ৫দিনের রিমান্ড চেয়ে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে। গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে রবিবার বিকেলে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩’র আদালতে প্রেরণ করে পুলিশ। আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন আগামী মঙ্গলবার তাদের রিমান্ড শুনানীর জন্য দিন ধার্য করে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শ্রীপুর থানার এসআই মো. নাজমুল সাকিব জানান, গাজীপুরে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার শিশু শিক্ষা মডেল স্কুল এন্ড একাডেমীর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গত ১৫ জানুয়ারি জন্মদিনের (শরীফ হোসেনের) কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এক প্রতিবেশী। সেখানে নিয়ে জন্মদিনের কেক কেটে সবাই মিলে আনন্দ-উল্লাস করে। একপর্যায়ে এনার্জি ড্রিংকের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে কৌশলে কিশোরী ওই স্কুল ছাত্রীকে তা পান করায় শরীফ ও তার বন্ধুরা। এতে ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে পাশ্ববর্তী এক ঝোপে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে এবং হত্যার ভয় দেখিয়ে শরীফসহ ৪ বন্ধু মিলে ওই স্কুল ছাত্রীকে রাতভর জোরপূর্বক গণধর্ষণ করে। এ ঘটনা অন্যদের কাছে প্রকাশ না করার জন্য ভিকটিমকে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি জানান, এঘটনার পর ধর্ষকরা স্থানীয় একটি সেলুনে বসে ঘটনার তথ্য উল্লেখ করে এবং নিজেদের পরিণতি স্বীকার করে মোবাইল ফোনে ভিডিও ফুটেজ ধারণের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোাড করে। এ ঘটনায় ১৬ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন এবং আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর কাছে সাহায্য কামনা করেন। এরপ্রেক্ষিতে র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১’র সদস্যরা শুক্রবার রাতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজহারভ’ক্ত আসামি ধর্ষক চার বন্ধুকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈয়পুর গ্রামের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ^গঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের ইমরান হাসান সুজন (১৯), শ্রীপুর উপজেলার স্থানীয় নয়নপুর গ্রামের শরীফ উদ্দিন মোল্লা (২০) ও ময়মনসিংহের ত্রিশাল থানার গোলাভিটা গ্রামের আহসান ওরফে হাসানকে (১৬)। এদিকে কিশোরীর মা অভিযোগ করেন মামলা দায়ের ও আসামীরা গ্রেফতার হওয়ার পর তিনি ও তার পরিবারকে আসামি পক্ষের লোকজন নানা হুমকি দিচ্ছে।
×