ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মংলা বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ

প্রকাশিত: ০৯:১১, ২৭ জানুয়ারি ২০২০

 মংলা বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ

রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ রবিবার মংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে মংলা বন্দরে হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মংলা বন্দর নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ। চাকরি জীবনে রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা ও নৌ সদরের বিভিন্ন পরিদফতরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা তিতুমীর ও বানৌজা ঈসা খানের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব) সদর দফতরের লিগাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক, ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) ব্যানকন-৪ এর কন্টিনজেন্ট কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশান ডাইরেক্টটরেটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে সর্বদা বদ্ধপরিকর।-বিজ্ঞপ্তি
×