ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য শোভাযাত্রায় চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদ্যাপিত

প্রকাশিত: ০৯:১২, ২৭ জানুয়ারি ২০২০

  বর্ণাঢ্য শোভাযাত্রায় চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদ্যাপিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার ছিল আন্তর্জাতিক কাস্টমস দিবস। বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে চট্টগ্রামে দিবসটি উদ্যাপিত হয়। সকালে চট্টগ্রাম কাস্টম হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন এমপি এমএ লতিফ। শোভাযাত্রায় অন্যতম আকর্ষণ ছিল ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, বিভিন্ন স্লোগানের ব্যানার, ফেস্টুন ও বাদক দল। এ উপলক্ষে পুরো কাস্টম হাউস, হাউস প্রাঙ্গণের গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকায় বর্ণিল সাজে সাজানো হয়। এবারের কাস্টমস দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কাস্টমস পোস্টারিং সাসটেইন্যাবিলিটি ফর পিপল, প্রসপারিটি এ্যান্ড দ্য প্ল্যানেট’। শোভাযাত্রার শুরুতে এমপি এমএ লতিফ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা দেশের সমৃদ্ধির জন্য কাজ করেন। সরকারী কোষাগারে রাজস্ব যোগান দেন। কর্মকর্তা-কর্মচারীদের মেধায় কাস্টমসের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে চট্টগ্রাম কাস্টম হাউস বর্তমানে বিশ্বমানের সেবা দিচ্ছে। রাজনীতিকরা গণমানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে এমপি লতিফ বলেন, এ কাজের অর্থের যোগান দেয় কাস্টমস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণ ও সরকারী প্রতিষ্ঠানের দূরত্ব কমিয়েছেন। ইমার্জিং টাইগার হয়েছে বাংলাদেশ। এটাই আমাদের গর্ব। শোভাযাত্রায় অংশ নেন আন্তর্জাতিক কাস্টমস দিবস উদ্যাপন আঞ্চলিক কমিটির আহবায়ক ও ভ্যাট কমিশনার মোঃ এনামুল হক, চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ফখরুল আলম, অতিরিক্ত কমিশনার মোঃ আকবর হোসেন, কাজী জিয়া উদ্দিন, যুগ্ম কমিশনার মাহবুব হাসান, এএসএম শামসুজ্জামান, সাধন কুমার কুন্ডু, শরীফ হাসান প্রমুখ।
×