ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সপ্তাহজুড়ে বিসিক শিল্পমেলা

প্রকাশিত: ০৯:১৩, ২৭ জানুয়ারি ২০২০

  বগুড়ায় সপ্তাহজুড়ে বিসিক  শিল্পমেলা

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে এক সপ্তাহের বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন) শিল্পমেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। সঙ্গে ছিলেন বিসিক প্রধান কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ জাহেদুল ইসলাম। ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে মেলায় ৫০ টি বিভিন্ন পণ্যের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করেছে। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে (বিশেষ করে কৃষি যন্ত্রাংশ,পাম্প ও ফাউন্ড্রি শিল্প) এগিয়ে থাকা বগুড়া এবারের মেলায় বড় ভূমিকা রেখেছে। স্টলগুলো সেভাবেই সাজানো হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইট ইঞ্জিনিয়ারিংকে ২০২০ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। বিসিক রাজশাহী আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) জেলা সভাপতি টি জামান নিকেতা। বক্তাগণ তরুণ-তরুণীদের স্বাবলম্বী হতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বিসিকের কর্মকর্তাগণ বলেন, যারা বেকার হয়ে আছেন ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে তাদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়ার একাধিক কর্মসূচী আছে। এ ধরনের কর্মসূচীতে অংশ নিয়ে অনেক তরুণ-তরুণী আজ ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বগুড়ার বিসিকি শিল্পমেলায় দর্শনার্থীদের সমাগম আশাব্যঞ্জক। মেলার সমাপনী হবে শুক্রবার।
×