ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিফাত শরীফ হত্যা মামলা

মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানি ২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৯:৩২, ২৭ জানুয়ারি ২০২০

 মিন্নির জামিন বাতিল আবেদনের  শুনানি  ২ ফেব্রুয়ারি

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৬ জানুয়ারি ॥ বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের অধিকতর শুনানির জন্য ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত। এছাড়াও এই মামলায় দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী জামিন বাতিল আবেদনের শুনানি ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন। মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর মিন্নির জামিন কেন বাতিল হবে না জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিসের লিখিত জবাব আদালতে দাখিল করা হয়। ওইদিন মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি) মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। পরে আগামী ২ ফেব্রুয়ারি শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত।
×