ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোহানেসবার্গ টেস্টে ইংল্যান্ডের বড় লিড

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ জানুয়ারি ২০২০

জোহানেসবার্গ টেস্টে ইংল্যান্ডের বড় লিড

স্পোর্টস রিপোর্টার ॥ জোহানেসবার্গ টেস্টেও চলছে ইংল্যান্ডের দাপট। প্রথম ইনিংসে ৪০০ রানের বড় সংগ্রহের পর দক্ষিণ আফ্রিকাকে ১৮৩ রানে গুটিয়ে দেয় সফরকারীরা। রবিবার তৃতীয়দিন চা-বিরতির পর এ রিপোর্ট লেখার সময় ৫ উইকেটে জো রুটদের স্কোর ছিল ১৫৮। সবমিলিয়ে লিড ৩৭৫। প্রথম ইনিংসে ইংলিশদের বড় রানের রূপকার জো ক্রাউলি (৬৬), ডমিনিক সিবলি (৪৪), জো রুট (৫৯), ওলি পোপ (৫৬) ও স্টুয়ার্ট ব্রড (৪৩)। প্রোটিয়াদের হয়ে ৫ উইকেট নেন এনরিখ নর্টজ। জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি ককই (৭৬) যা একটু লড়াই করেছেন। মার্ক উড নিয়েছেন ৫ উইকেট, স্টোকস ও ব্রড একটি করে। উল্লেখ্য, সফরে প্রথম ম্যাচে হারের পরও চার টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে আছে জো রুটের ইংল্যান্ড। ম্যাচে টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে ৫ লাখ রান পূর্ণ করে ইংলিশরা। ১০২২টি টেস্ট খেলা ইংল্যান্ডের রান এখন ৫,০০,০০৬। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৩০ টেস্টে এ পর্যন্ত অ¿েলিয়ার সংগ্রহ ৪,৩২,৭০৬ রান। তৃতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৪০ টেস্টে ২,৭৩,৫১৮ রান। ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ও টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নামে ইংলিশরা। এরপর প্রথম দল হিসেবে ৫শ’ ও ১ হাজার ম্যাচ খেলার নজির গড়ে ইংল্যান্ড। তালিকার নবম স্থানে আছে বাংলাদেশ। ২০০০ সালের নবেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথ চলা শুরু হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ১১৭টি টেস্টে ৫৩,১১৫ রান করেছে টাইগাররা। তালিকায় ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। ওদিকে জোহানেসবার্গে চলতি টেস্টেই দর্শককে গালি দেয়ার পর নিজের অপরাধটা বুঝতে পেরেছিলেন বেন স্টোকস। তাই ক্ষমাও চেয়েছিলেন সবার কাছে। তাতেও পার পাননি ইংলিশ অলরাউন্ডার। তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নিয়েছে আইসিসি, সঙ্গে মিলেছে একটি ডিমেরিট পয়েন্টও।
×