ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এফএ কাপের শেষ ষোলোতে চেলসি

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ জানুয়ারি ২০২০

 এফএ কাপের শেষ ষোলোতে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় বিভাগের দল হাল সিটিকে ২-১ গোলে হারিয়ে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের পঞ্চম রাউন্ড অর্থাৎ শেষ ষোলোতে উঠেছে চেলসি। শনিবার রাতে কিংস্টন আপন হাল স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্লুজদের হয়ে গোল করেন মিচি বাতশুয়াইর ও ফিকায়ো টোমোরি। আরেক ম্যাচে সাউদাম্পটনের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ব্যবধানে ড্র করছে টটেনহ্যাম হটস্পার। যে কারণে লন্ডনের টটেনহ্যাম স্টেডিয়ামে আগামী ৫ ফেব্রুয়ারি রিপ্লে ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি। চেলসি জিতলেও ম্যাচের শুরুতে ঝলক দেখাচ্ছিল হালসিটি। বলের দখল নিয়ে খেলতে থাকে তারা। কিন্তু ষষ্ঠ মিনিটে নিজেদের প্রথম সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় চেলসি। মিচি বাতশুয়াইর শট হাল সিটির রায়ান তাফাজোলির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। এরপরও পুরো ম্যাচেই চেলসির দাপট অব্যাহত থাকে। বিরতির পর ৬৪ মিনিটে দ্বিতীয় গোল পায় চেলসি। ফ্রিকিক থেকে হেড করে গোলটি করেছেন ফিকায়ো টোমোরি। এই অর্ধে আক্রমণের ধার বাড়িয়ে খেলেছে হালসিটিও। তাতে সফলতা মিলেছে একবার। ম্যাচের ৭৮ মিনিটে ফ্রিকিক থেকে পোলিশ ফুটবলার পাওয়েল গ্রোসিকির নেয়া শট মাটেও কোভাচিচের গায়ে লেগে জালে জড়ায়। চেলসি জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেও টটেনহ্যামকে জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি সাউদাম্পটন। নিরুত্তাপ প্রথমার্ধের পর ৫৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটি পায় টটেনহ্যাম। দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিনের গোলে এগিয়ে যায় তারা। ৮৭ মিনিটে তাদের জয়বঞ্চিত করে গোল আদায় করে নেয় সাউদাম্পটন। গোলটি করেন মরক্কো জাতীয় দলের এ্যাটাকিং মিডফিল্ডার সোফিয়ান বুফাল।
×