ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায় ॥ মিলন

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ জানুয়ারি ২০২০

  দুর্নীতি উন্নয়নের  প্রধান অন্তরায় ॥ মিলন

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচিত হলে বুড়িগঙ্গা নদীকে আবর্জনা ও দখলমুক্ত করে হাতিরঝিলের মতো করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়রপ্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। রবিবার রাজধানীর মৌচাক থেকে শুরু করে মালিবাগ, কমলাপুর, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ডেমরা, মীরহাজিরবাগ, দয়াগঞ্জ, জুরাইন, পোস্তগোলা, নয়াবাজার, ইংলিশ রোড, বংশাল, হাজারীবাগ, নবাবগঞ্জ বাজার, বালুরঘাট ও কামরাঙ্গীরচরে দিনব্যাপী লাঙ্গলের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। মিলন বলেন, অনেক ভূমিদস্যু সরকারী জমি দখলে রেখেছে, এগুলো দখলমুক্ত করা হবে। ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা হবে। তিনি বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে দুর্নীতি নির্মূলে জিহাদ করা। জাতীয় পার্টি কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। জাপার কোন নেতাকর্মী দুর্নীতিতে জড়িত নয়। মিলন বলেন, আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আমি আপনাদের বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা উপহার দেব। এ সময় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আজম, মহানগর জাপা নেতা এমএ সোবহান, মাহবুবুর রহমান খসরু, সারোয়ার হোসেন, চৌধুরী মিজান, হিরো বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
×