ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্তিত্ব সঙ্কটে প্লাটিপাস

প্রকাশিত: ০৯:৫৮, ২৭ জানুয়ারি ২০২০

  অস্তিত্ব সঙ্কটে প্লাটিপাস

জলবায়ু পরিবর্তনের জেরে এবার বিলুপ্তির পথে অস্ট্রেলিয়ার বিরল প্রজাতির স্তন্যপায়ী প্রাণী প্লাটিপাস। সম্প্রতি বায়োলজিক্যাল কনজার্ভেশন জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের (ইউএনএসডব্লিউ) গবেষকরা জানিয়েছেন, এক সময় পূর্ব অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড ও তাসমানিয়াজুড়ে প্লাটিপাসের ব্যাপক বিচরণ ছিল। প্রাকৃতিকভাবে নিশাচর হওয়ায় সাধারণত এদের উপস্থিতি সহজে অনুধাবন করা যেত না। মূলত বাসস্থান পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, ভূমিক্ষয়, দাবানল ও খরা ইত্যাদিকেই প্লাটিপাসের বিলুপ্তির পেছনে প্রধান কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে সমীক্ষায়। পাশাপাশি বাঁধ সংরক্ষণ, জল ও সেচ ব্যবস্থায় নতুন সংস্কার না করলে আগামীতে এই বিরল প্রজাতির স্তন্যপায়ী প্রাণীগুলো চিরতরে বিলুপ্ত হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকেরা। এদিকে ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, গত বছর থেকে চলা অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানলে এখনও পর্যন্ত প্রায় ৪৮ কোটি স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপ ইতোমধ্যেই মারা গেছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই আশঙ্কা করা হচ্ছে। -ইন্ডিয়া টুডে
×