ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষাক্ত এ্যালকোহল খেয়ে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৯, ২৭ জানুয়ারি ২০২০

 বিষাক্ত এ্যালকোহল খেয়ে তিনজনের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৬ জানুয়ারি ॥ জেলার দৌলতপুরে বিষাক্ত এ্যালকোহল খেয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ রয়েছে আরও তিনজন। নিহতরা হলে উপজেলার হোসেনাবাদ এলাকার সফর মিয়ার ছেলে খায়ের কসাই (৫৫), একই এলাকার এজবার আলীর ছেলে মফিজুল ওরফে মুক্তি (৩৪), ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি মসজিদপাড়া এলাকার চুন্নু কসাই (৪৫)। খায়ের কসাই ও চুন্নু কসাই একই সঙ্গে মাংসের ব্যবসা করতেন। অসুস্থদের মধ্যে হোসেনাবাদ এলাকার জিল্লু (৪৪)ও হান্নান (৪২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং লিপু নামের অপর এক যুবক অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে। পুলিশ নিহতদের খবর শুনে থাকলেও তাদের মধ্যে একজনের মৃত্যু হৃদরোগে হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজারের রাসেল এলোপ্যাথিক ফার্মেসি থেকে ৭ মাদকাসক্ত ব্যক্তি স্পিরিট বা বিষাক্ত এ্যালকোহল কিনে খায়। পরে এদের মধ্যে খায়ের কসাই রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় রাতেই ঢাকায় নেয়ার পথে মফিজুল ওরফে মুক্তি মারা যান। ভোরে নিজ বাড়িতে মারা যান বাহিরমাদি মসজিদপাড়া এলাকার চুন্নু কসাই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হান্নানের চাচা ময়েন উদ্দিন জানান, চিকিৎসাধীন দুজনই চোখে ঝাপসা দেখছেন। এদের অবস্থা ভাল নয় বলে তিনি জানিয়েছেন। এদিকে বিষাক্ত এ্যালকোহল খেয়ে পর্যায়ক্রমে মৃত তিনজনের দাফন সম্পন্ন করা হয়েছে।
×