ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ দাবি

প্রকাশিত: ০৯:৫৯, ২৭ জানুয়ারি ২০২০

মুজিববর্ষেই  শিক্ষাব্যবস্থা  জাতীয়করণ  দাবি

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষের মধ্যেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। একই সঙ্গে তারা শিক্ষা প্রশাসন থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও দুর্নীতিবাজদের অপসারণের দাবি তুলে বলেছেন, দাবি পূরণ না হলে দেয়া হবে কর্মসূচী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান ছাড়াও ছিলেন অধ্যক্ষ শরিফ আহমেদ সাদী, অধ্যক্ষ একরামুল হক, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মুর্তুজা, অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মুজিববর্ষের কর্মসূচী ঘোষণা ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার গত ১১ বছরে এদেশের শিক্ষাখাতে প্রভূত উন্নয়ন করেছে। বেসরকারী শিক্ষকদের বেতন দ্বিগুণ বৃদ্ধি, ৫% ইনক্রিমেন্ট, ২০ শতাংশ বৈশাখিভাতা, বিপুলসংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, কল্যাণ এবং অবসর বোর্ডের জন্য ১৬৭৭ কোটি টাকা বিশেষ বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠানের নজরবিহীন অবকাঠামো উন্নয়ন বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। ফলে শিক্ষার হার ও র্শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। তবু বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারী কর্মকর্তাদের চরম অবজ্ঞা, অবহেলা, রাজনৈতিক প্রভাবাধীন ব্যবস্থাপনা কমিটির অযাচিত হস্তক্ষেপে প্রতিষ্ঠান প্রধানরা অসহায় হয়ে পড়েন। ফলে শিক্ষার কাক্সিক্ষত উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
×