ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যোগ্যতার মাপকাঠিই তাপসকে বিজয়ী করবে ॥ ছাত্রলীগ সভাপতি

প্রকাশিত: ১০:১৮, ২৬ জানুয়ারি ২০২০

যোগ্যতার মাপকাঠিই তাপসকে বিজয়ী করবে ॥ ছাত্রলীগ সভাপতি

অনলাইন ডেস্ক ॥ যোগ্যতার মাপকাঠিই ব্যরিস্টার শেখ ফজলে নুর তাপসকে বিজয়ী করবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান হয়। তিনি বলেন, ধানমন্ডি এলাকার এমপি থাকা অবস্থায় প্রচুর উন্নয়ন করে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন তাপস ভাই। এবার সেই যোগ্যতার মাপকাঠিতেই দক্ষিণ সিটির ভোটাররা তাকে বিজয়ী করবে। আজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নুর তাপসের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়সহ সংগঠনের নেতাকর্মীরা। এসময় এক পথসভায় এসব কথা বলেন তিনি। আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনা করতে হবে মন্তব্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিনয়ের সঙ্গে ভোট চাইতে হবে। তিনি বলেন, ভোট চাওয়ার সময় তাপস ভাই সম্পর্কে সবাইকে জানাতে হবে। তার যোগ্যতার কথা বলতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে, আগামীর ঢাকা, তিলোত্তমা ঢাকা, আধুনিক ঢাকা গড়ার জন্য তাপস ভাই কতটা জরুরি। ছাত্রলীগ সভাপতি বলেন, ভোটারদের কাছে উন্নয়নের এই বার্তা পৌঁছাতে পারলেই ভোটাররা বুঝবেন তাপস ভাইই ঢাকার মেয়র হওয়ার যোগ্যতা রাখেন। এসময় তিনি ৩১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থীর পক্ষে ঝুড়ি মার্কায়ও ভোট চান। জয় বলেন, ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী নিঃস্বার্থভাবে কাজ করে। কে কি পেল সেটা বড় নয়। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেখ হাসিনা করে যাচ্ছেন। সেই কাজকে আমরা যেনো বাঁধাগ্রস্ত না করি। তিনি বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর চেতনা ধারণ করেই ছাত্র সমাজের নেতৃত্ব দেয়। তাই সবার প্রতি বিনয়ী হতে হবে। মানুষকে কোনভাবে কষ্ট দেয়া যাবে না। এসময় পহেলা ফেব্রুয়ারী সকল নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, নির্বাচনের দিন সকল নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। কারণ বিভিন্ন অপশক্তি স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে। আমরা মাঠে থাকলে সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমরা নৌকা মার্কাকে বিজয়ী করেই ঘরে ফিরবো।
×