ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর ৪৯ দিন

প্রকাশিত: ১০:১৯, ২৭ জানুয়ারি ২০২০

 আর ৪৯ দিন

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের জোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে চলতি বছরের ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী, আর ৪৯ দিন বাকি। এরপরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক উদ্যাপন। অবশ্য তারও আগে থেকে বিভিন্ন কর্মসূচী সামনে আসতে শুরু করেছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে বেসরকারী ৪১টি ব্যাংকে প্রতিষ্ঠা করা হচ্ছে মুজিব কর্নার। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে ইতোমধ্যে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এখন অন্য সরকারী ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারী ব্যাংকগুলোতেও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে, জন্মশতবার্ষিকী উপলক্ষে চারটি স্মারক মুদ্রা প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। একটি ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট ছাড়া হবে। পরে তা প্রচলিত মুদ্রায় পরিণত হবে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে আসবে। মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বিনা টাকায় নতুন টেলিফোন সংযোগ ও পুনর্সংযোগ দিচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, প্রতি মাসে বিটিসিএলের কল রেট আনলিমিটেড মাত্র ১৫০ টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে।
×