ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী রান্না করে খাবার পাঠালেন সাকিবের বাসায়

প্রকাশিত: ১০:১৯, ২৭ জানুয়ারি ২০২০

 প্রধানমন্ত্রী রান্না করে  খাবার পাঠালেন সাকিবের বাসায়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াপ্রেমী বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়ামোদী হিসেবে জনপ্রিয়ও তিনি। দেশের খেলাধুলার প্রতি তার অগাধ ভালবাসা। সেই ভালবাসার ছোঁয়া আরেকবার মিলল। এবার বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাসায় রান্না করে খাবার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব নিজেই তা নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে সাকিব তা জানান। এমনকি স্ত্রী উম্মে আহমেদ শিশিরও নিজের ফেসবুক প্রোফাইলে এর বিস্তারিত জানান। খাবারের ছবিগুলো আপলোড করে সাকিব লিখেছেন, ‘এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ সম্ভবত আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভালবাসা পেয়ে আমি সত্যিই নির্বাক। তার নিজের হাতে রান্না করা খাবার খাওয়ার সৌভাগ্য হলো আমার। তিনি আজ (রবিবার) সকালে খাবারগুলো রান্না করে আমার বাসায় পাঠিয়েছেন।’ আরও লিখেন, ‘গতকাল (শনিবার) আমার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। তাই আজ (রবিবার) প্রধানমন্ত্রী নিজে এগুলো রান্না করে পাঠালেন। তার কাছ থেকে এমন ভালবাসা আমি সত্যিই ভুলতে পারব না। এ জিনিসটা আজীবন আমার হৃদয়ে থেকে যাবে। আমরা সত্যিই অনেক বেশি ভাগ্যবান।’ সাকিব ও শিশিরের পোস্ট করা খাবারের ছবিতে দেখা যায়, পোলাও, রোস্টসহ রসগোল্লা, গুড়ের সন্দেশ, ছানা ও শীতের পিঠা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ভালবাসা পেয়ে স্বাভাবিকভাবেই সাকিব ও শিশির দু’জনই আপ্লুুত। সাকিবপত্নী শিশির ক্যাপশনে লিখেছেন, ‘এরচেয়ে বেশি ভাগ্যবান হওয়া সম্ভব নয়। নিজের ইচ্ছা পূরণের জন্য এর চেয়ে ভাল আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত সময়ের মাঝেই নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন।’ আরও লিখেন, ‘গতকাল (শনিবার) তার সঙ্গে দেখা করার সময় জিজ্ঞেস করেছিলেন, আমার পছন্দের খাবার কী? তখন উত্তর শুনে বলেছিলেন, তিনি এগুলো নিজ হাতে রান্না করে আমাদের কাছে পাঠাবেন। আমি সত্যিই সপ্তাকাশে অবস্থান করছি এখন। জীবনের শ্রেষ্ঠতম মধ্যাহ্নভোজ হলো। প্রধানমন্ত্রীর এমন ভালবাসার বিপরীতে ধন্যবাদ জানানোর যথেষ্ট ভাষা জানা নেই আমার।’
×