ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিপিবি প্রার্থী রুবেলের ইশতেহার

প্রকাশিত: ১০:২০, ২৭ জানুয়ারি ২০২০

  সিপিবি প্রার্থী রুবেলের ইশতেহার

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক সেবা নিশ্চিত করতে কর্পোরেশনে ২৪ ঘণ্টাকল সেন্টার চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সিপিবি মনোনীত প্রার্থী ডাঃ আহাম্মদ সাজেদুল হক। রবিবার ঘোষিত নির্বাচনী ইশতেহারে এসব প্রতিশ্রুতি দিয়েছেন ডাঃ আহাম্মদ সাজেদুল হক রুবেল। পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনের এ ইশতেহার প্রকাশ করেন তিনি। ডাঃ আহাম্মদ সাজেদুল হক বলেন, ধর্ম যার যার, কর্পোরেশন সবার এই নীতি মাথায় রেখে জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সবার জন্য পরমতসহিষ্ণু, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার পদক্ষেপ নেবেন। এর পাশাপাশি সাধারণ জনগণের অভিযোগ শোনার জন্য তিন মাসে একবার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের জনগণের মুখোমুখি করবেন তিনি। সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ডাঃ আহাম্মদ সাজেদুল হক রুবেলকে রাজধানীবাসীর বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার ও পাশে থাকার ব্যাপারে একজন পরীক্ষিত নেতা বলে অভিহিত করে তাকে ভোটে নির্বাচিত করার আবেদন জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, সিপিবির প্রার্থী পরীক্ষিত। এদেশের গণতান্ত্রিক আন্দোলন, মানুষের আন্দোলনের পরীক্ষিত মানুষ। এই মানুষকে নির্বাচিত করে দিনবদলের সুযোগ গ্রহণ করাই ঢাকাবাসীর কর্তব্য।
×