ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাজমা আক্তারের ‘মূর্তের অমূর্ত রূপ’ গ্রন্থের মোড়ক উন্মোচন আজ

প্রকাশিত: ১২:৩৪, ২৭ জানুয়ারি ২০২০

নাজমা আক্তারের  ‘মূর্তের অমূর্ত  রূপ’ গ্রন্থের মোড়ক  উন্মোচন আজ

জবি সংবাদদাতা ॥ শিল্পসমালোচক শ্রী মৃণাল ঘোষ লিখিত নাজমা আক্তারের ছবি ‘মূর্তের অমূর্ত রূপ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে আজ সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানে। গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন শিল্পী মনিরুল ইসলাম। গ্রন্থটি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং স্থপতি সামসুল ওয়ারেস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বাংলাদেশের চিত্রশিল্পী নাজমা আক্তার মূলত বিমূর্তধর্মী ছবি আঁকেন। এর আগে যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, ভারতে এই শিল্পীর একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় লেসেদ্রা আর্ট গ্যালারির উদ্যোগে অনুষ্ঠিত ৭ম লেসেদ্রা আন্তর্জাতিক পেইন্টিং ও মিশ্র-মাধ্যম প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেষ্ঠ চিত্রকর্মের জন্য পুরস্কৃত হয়েছিলেন। এছাড়া সম্মাননা পুরস্কার হিসেবে কবি আবদুল হাই মাশরেকী স্বর্ণপদক লাভ করেছেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগ কর্তৃক এর আগে অমর একুশ গ্রন্থ মেলায় তার বাংলাদেশের বহুমাত্রিক শিল্পকলা গ্রন্থ প্রকাশিত হয়েছে।
×