ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এস এম সুলতান স্বর্ণপদক পেলেন অধ্যাপক ড. ফরিদা জামান

প্রকাশিত: ১২:০৫, ২৮ জানুয়ারি ২০২০

এস এম সুলতান স্বর্ণপদক পেলেন অধ্যাপক ড. ফরিদা জামান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের চারু শিল্পীরা বিভিন্ন আঙ্গিক, শৈলী ও মাধ্যমে বহুমুখী শিল্পচর্চা করেন। চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, মৃৎশিল্পকর্ম, দেয়ালচিত্র, স্থাপনাশিল্প এ রকম নানা প্রকার শিল্পচর্চায় আমাদের প্রতিভাবান ও সৃজনশীল শিল্পীরা সর্বদা তৎপর। এদের মধ্যে কেউ কেউ ব্যতিক্রমধর্মী উপাদান প্রয়োগ করে সৃজনধ্যানে নিবিষ্ট। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছর একজন বিশিষ্ট চারুশিল্পীকে সুলতান স্বর্ণপদক প্রদান করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী ২০২০ উপলক্ষে সোমবার সুলতানের কর্ম ও জীবনের ওপর আলোচনা ও সুলতান স্বর্ণপদক প্রদান করা হয়। সুলতান স্বর্ণপদক ২০২০ পেয়েছেন অধ্যাপক ড. ফরিদা জামান। পদকপ্রাপ্ত শিল্পীকে গতকাল বিকেল ৫টায় নড়াইল সুলতান মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত সুলতান (স্বর্ণ) পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি। এছাড়াও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ এর সংসদ সদস্য মোঃ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
×