ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজিজুল হাকিম-শানুর ‘বই বিভ্রাট’

প্রকাশিত: ১২:০৬, ২৮ জানুয়ারি ২০২০

আজিজুল হাকিম-শানুর ‘বই বিভ্রাট’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভির ‘বই বিভ্রাট’ নামের একটি নাটকে অভিনয় করলেন গুণী অভিনেতা আজিজুল হাকিম ও দর্শকপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানু। ‘বই বিভ্রাট’ নাটকটি রচনা করেছেন রৈভ্য আহমেদ। প্রযোজনা করেছেন মোঃ মাহফুজার রহমান। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ওয়াহিদা মল্লিক জলি ও সাঈদ বাবু। আগামী ১ ফেব্রুয়ারি রাত নয়টায় বাংলাদেশ টেলিভিশনে ‘বই বিভ্রাট’ নাটকটি প্রচার হবে বলে জানা গেছে। মূলত একটি লাইব্রেরির বইয়ের হারিয়ে যাওয়ার পঞ্চাশ বছর পর বেশ মোটা অঙ্কের টাকার জরিমানাকে কেন্দ্র করেই ‘বই বিভ্রাট’ নাটকের গল্প এগিয়ে যায়। নাটকে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, যেহেতু নাটকটির গল্প বইকে কেন্দ্র করে এবং গল্পটা একেবারেই ব্যতিক্রম একটি গল্প, তাই কাজটি করে ভীষণ ভাল লেগেছে আমার। এখন তো আসলে ভিন্ন ধরনের গল্পের খুব অভাব। সেই হিসেবে ‘বই বিভ্রাট’ নাটকটি এই সময়ের অন্য নাটকের চেয়েই একেবারেই ব্যতিক্রমধর্মী গল্পের নাটক। দীর্ঘদিন পর শানুর সঙ্গে কাজ করে ভাল লেগেছে। শানু বেশ চমৎকার অভিনয় করে। আশা করছি নাটকটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে। শানারেই দেবী শানু বলেন, হাকিম ভাই ভীষণ গুণী একজন অভিনেতা। ছোটবেলায় তার অভিনীত অনেক নাটকই টিভিতে দেখেছি। বড় হয়ে সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করব এটা কখনই ভাবনায় ছিল না। হাকিম ভাই শুধু একজন ভাল অভিনেতাই নন, একজন আপাদমস্তক ভাল মনের মানুষ। যেহেতু আমি নিজেও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। তাই ‘বই বিভ্রাট’ নাটকে অভিনয় করতে আমার নিজেরই ভীষণ ভাল লেগেছে।
×