ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে গৃহবধূ হত্যার অভিযোগে গ্রেফতার তিন

প্রকাশিত: ১২:১৭, ২৮ জানুয়ারি ২০২০

নোয়াখালীতে গৃহবধূ হত্যার অভিযোগে গ্রেফতার তিন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৭ জানুয়ারি ॥ সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে কোহিনুর আক্তার স্বর্ণা (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের পরিবারের বিরুদ্ধে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন লাইলি বেগম, শাহিনুর আক্তার রিতা ও রিয়াজ হোসেন। জানা গেছে, নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আনাবের বাড়ির আলমগীর হোসেন সোহেলের সঙ্গে কয়েক বছর আগে দক্ষিণ সোনাপুর এলাকার ছালেহ আহমেদের মেয়ে কোহিনুর আক্তার স্বর্ণার বিয়ে হয়। তাদের একটি ছেলেসন্তান রয়েছে। রবিবার সকালে শ্বশুরবাড়িতে কোহিনুরের কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ভেতরে গিয়ে বিছানায় কোহিনুরের লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় অবগত করলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পিতা ছালেহ আহমেদ অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে তার মেয়ে কোহিনুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন।
×