ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে ট্রাক থেকে ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৭:৫১, ২৮ জানুয়ারি ২০২০

গোবিন্দগঞ্জে ট্রাক থেকে ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ৪৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই পেশাদার মাদক পেশাদার মাদক ব্যবসায়ী হামিদুল হক (২১) ও সাবিরুল ইসলাম (২২) নামে দুই যুবককে আটক করেছে। এসময় পুলিশ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করে। আটক মাদক ব্যবসায়ি হামিদুল হক ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি গ্রামের আব্দুল হালিমের এবং সাবিরুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার পূর্ব ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সামনে ঢাকাগামি একটি ট্রাক আটকিয়ে তল্লাসীকালে ট্রাকের কেবিনে আপেলের চারটি কার্টুন ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশ ট্রাকসহ ওই দুই মাদক ব্যবসায়িকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, আটক যুবকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে অন্যান্য মালামাল পরিবহনের আড়ালে মাদক পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
×