ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ত্র মামলায় ৭ সহযোগীসহ জি কে শামীমের বিচার শুরু

প্রকাশিত: ০৮:০১, ২৮ জানুয়ারি ২০২০

অস্ত্র মামলায় ৭ সহযোগীসহ জি কে শামীমের বিচার শুরু

অনলাইন রিপোর্টার ॥ অস্ত্র আইনে দায়ের মামলায় কথিত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার ৭ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো তাদের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ আদেশ দেন। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অপর আসামি হলেন— মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম। সূত্র জানায়, এদিন জি কে শামীম ও তার সাত সহযোগী জামিন ও মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন ও অব্যাহতির আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন। আসামিদের আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-১-এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
×