ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাইরাসের উৎপত্তি গোপন জীবাণু গবেষণাগার থেকে!

প্রকাশিত: ০৯:৩১, ২৯ জানুয়ারি ২০২০

ভাইরাসের উৎপত্তি গোপন জীবাণু গবেষণাগার থেকে!

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। চীনের উহান শহর থেকে যার শুরু। এরই মধ্যে ভাইরাসে মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভাইরাসের উৎপত্তি চীনের গোপন জীবাণু অস্ত্র গবেষণাকেন্দ্রে, যার অবস্থান উহানে। ওয়াশিংটন টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে ইসরাইলি জৈব অস্ত্র বিশ্লেষক এমন সম্ভাবনার কথা নাকচ করেননি। রেডিও ফ্রি এশিয়া। চীনের উহানে এই ভাইরাসের দেখা মেলার পর রেডিও ফ্রি এশিয়া গত সপ্তাহে ২০১৫ সালের একটি প্রতিবেদন পুনঃপ্রচার করে। প্রতিবেদনটি ছিল চীনের সবচেয়ে অত্যাধুনিক ভাইরাস গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির ওপর। উহানের গবেষণাগারটিতে প্রাণঘাতী বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। ইসরাইলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম বিষয়টি নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি চীনের গোপন জৈব অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত। ইনস্টিটিউটের কিছু পরীক্ষাগার গোপন জৈব অস্ত্র প্রকল্পের সঙ্গে হয়তো সম্পৃক্ত। বেসামরিক-সামরিক গবেষণার অংশ হিসেবে জৈব মারণাস্ত্র নিয়ে গবেষণার কাজ হয়ে থাকে। শোহাম ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনীতে মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী জৈব ও রাসায়নিক অস্ত্র বিশ্লেষক হিসেবে কাজ করেন। গত বছর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের গোপন জীবাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে চীন কোন ধরনের আক্রমণাত্মক জৈব অস্ত্র থাকার অভিযোগ অস্বীকার করেছে। প্রকৃত সংখ্যা গোপন করছে বেজিং ॥ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক শ’ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১২৯১ জন। এনিয়ে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এদিকে চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেজিং। হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভ্রমণ কিংবা চলাচলে আরও বাধানিষেধ আরোপ করেছে চীন সরকার। ভাইরাসটি চীনে নববর্ষ মৌসুমে ছড়িয়েছে। লাখ লাখ মানুষ বাড়িঘর, আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়িয়ে থাকে। তবে ভাইরাস যেন বেশি ছড়াতে না পারে সেজন্য চীন সরকার নববর্ষের ছুটি তিনদিন বাড়িয়েছে। ইতোমধ্যে রাজধানী বেজিংসহ ২৯ প্রদেশে ছড়িয়ে পড়েছে।
×