ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে প্রবেশে চীনাদের স্বাস্থ্য ফরম পূরণ বাধ্যতামূলক

প্রকাশিত: ০৯:৩২, ২৯ জানুয়ারি ২০২০

মিয়ানমারে প্রবেশে চীনাদের স্বাস্থ্য ফরম পূরণ বাধ্যতামূলক

করোনা ভাইরাস আতঙ্কে মিয়ানমারে নেয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। চীন থেকে আসা ব্যক্তিদের ওপর বিশেষ কড়াকড়ি আরোপ করেছে দেশটি। স্বাস্থ্য ফরম পূরণ ব্যতীত চীনা নাগরিকদের মিয়ানমারে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মিয়ানমারের সংবাদমাধ্যম বার্মা নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। চীন থেকে যারা মিয়ানমার বিমানবন্দরে নামছেন তাদের সবাইকে স্বাস্থ্য ফরম পূরণ করতে হচ্ছে। এরপর তাদেরকে করা হচ্ছে স্ক্যানিং। চীনের ভাইরাস যাতে মিয়ানমারে না ছড়ায় তার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক ড. খিন খিন গাই এ তথ্য নিশ্চিত করে বলেছেন, চীন থেকে আসা ভ্রমণকারীদের কেবলমাত্র স্বাস্থ্য ফরম পূরণের মাধ্যমেই মিয়ানমারে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ পরীক্ষায় উতরাতে না পারলে তাকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না। চীন ছাড়াও ইতোমধ্যে হংকং, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ম্যাকাউ, নেপাল, ফ্রান্স, মালয়েশিয়া, কানাডায় এ ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা গেছে।-বিএনআই
×