ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় চীনা শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি

প্রকাশিত: ০৯:৩২, ২৯ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ায় চীনা শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া চীনা শিক্ষার্থীদের স্কুলে যাওয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটির বেশ কিছু স্কুল চীনা শিক্ষার্থীদের অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। তাদের অন্তত ১৪ দিন নিয়মিত মেডিক্যাল চেকআপের মধ্যে দিয়ে যেতে হবে। রয়টার্স অস্ট্রেলিয়ার অনেক স্কুলে চিকিৎসকের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও নিষেধ করা হয়েছে। বড়দিনের ছুটি শেষে চলতি সপ্তাহে শিক্ষার্থীরা স্কুলে ফেরার পর এ নির্দেশনা জারি হলো। ব্রিসবেনের একটি বোর্ডিং স্কুল কয়েকজন অভিভাবককে জানিয়েছে, ১০ চীনা শিক্ষার্থীকে তাদের ক্লাসরুমে পাঠানোর আগে দু’সপ্তাহ অন্যান্য শিক্ষার্থীদের থেকে আলাদা রাখা হবে। প্রতিদিন মেডিক্যাল চেকআপ করানো হবে। একই পদ্ধতি অনুসরণ করছে সিডনির স্কুলগুলোও।
×