ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন ১৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ জানুয়ারি ২০২০

নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন ১৯ সেপ্টেম্বর

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মঙ্গলবার জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন হবে। মনে করা হচ্ছে, আরডার্নের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মধ্য-বামপন্থী দল লেবার পার্টি ফের ক্ষমতায় ফিরতে পারে। ২০১৭ সালের নির্বাচনে জেসিন্ডা আরডার্ন নেতৃত্বাধীন কোয়ালিশন ক্ষমতায় আসে। খবর আলজাজিরার। জেসিন্ডা আরডার্ন বলেন, আমি মনে করি নিউজিল্যান্ডে প্রবৃদ্ধি ও অর্থনীতির গতিধারা সঠিক পথে পরিচালিত হচ্ছে। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে নিউজিল্যান্ড সামনের দিকে এগুচ্ছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বর্তমানে ৩৯ বছর বয়সী জেসিন্ডা আরডার্নের সুনাম ছড়িয়েছে। নারী অধিকার রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও দেশের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় নানা প্রশংসনীয় উদ্যোগ নেন তিনি।
×