ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোটের জন্য শুক্র ও শনিবার বন্ধ থাকছে বাণিজ্যমেলা

প্রকাশিত: ০৯:৩৯, ২৯ জানুয়ারি ২০২০

ভোটের জন্য শুক্র ও শনিবার বন্ধ থাকছে বাণিজ্যমেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক বাণিজ্যমেলা দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগেরদিন ৩১ জানুয়ারি ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি বাণিজ্যমেলা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বেসিস সফট এক্সপো শুরু ৬ ফেব্রুয়ারি অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘ট্রান্সফমিং লাইফ থ্রু ইনোভেশন’ সেøাগান নিয়ে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০২০। এটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ প্রদর্শনীটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
×