ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় মহিলা সংস্থার মতবিনিময় অনুষ্ঠানে বক্তাদের আহ্বান

নারীর অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিন

প্রকাশিত: ১১:১৭, ২৯ জানুয়ারি ২০২০

নারীর অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিন

স্টাফ রিপোর্টার ॥ ভোট দেয়া প্রতিটি নারীর রাজনৈতিক অধিকার। তাই অন্যান্য অধিকারের ন্যায় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি নারীকে নিজে ও পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় মহিলা সংস্থা। একইসঙ্গে যে সরকার নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি কাজ করেছে সেই সরকারের মনোনীত প্রার্থীকেই নারীবান্ধব নগর প্রতিষ্ঠায় মনোনীত করার আহ্বান জানিয়েছেন সংস্থার সদস্যরা। মঙ্গলবার নিউ বেইলি রোডের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটরিয়ামে আয়োজিত ‘আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নারীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সমাজের বিভিন্ন স্তরের তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন। তারা নির্বাচনে ভোটদান ও ভোট যেন নষ্ট না হয়, নারীভোট কেন অতি গুরুত্বপূর্ণ, কি কারণে প্রত্যেক নারী ভোট দেবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম বলেন, নারীর ক্ষমতায়নে নারীদের উচিত নিজেদের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় বাড়িতে বসে না থেকে ভোটকেন্দ্রে নিজে ও অন্যদের নিয়ে যাওয়া। তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস এতিম সন্তান। স্বাধীনতাবিরোধী একটি অসাধু ক্ষমতালোভী গোষ্ঠীর স্বার্থের কারণে ’৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর সঙ্গে তার বাবা-মাও প্রাণ হারান। তাই খালা হিসেবে তাকে জয়ী করতে আপনাদের সবার সহায়তা কামনা করছি। আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে প্রতিটি নারীকেই ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করে ঢাকা শহরকে নিরাপদ ও নারীবান্ধব করে গড়ে তুলতে হবে। সংস্থা চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সচেতনতাই পারে কেবল কোন নারীর অধিকার প্রতিষ্ঠার। তাই এবারের নির্বাচনে সব নারীকেই ভোট দেয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) কাজল ইসলাম এনডিসি বলেন, পৃথিবীর অনেক দেশেই নারীর ভোটাধিকার নেই, যা বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে গেছেন। তাই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে নারী ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে নারী ভোটারদের উচিত স্বতঃস্ফূর্ত ভোটকেন্দ্রে আসা। নিজে ভোট দিন, অন্যদের ভোট দিতে উৎসাহিত করুন।
×