ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

উত্তরায় নিজ বাসায় পরিবহন কর্মকর্তা খুন

প্রকাশিত: ১১:১৭, ২৯ জানুয়ারি ২০২০

উত্তরায় নিজ বাসায় পরিবহন কর্মকর্তা খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় নিজ বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন এক পরিবহন কর্মকর্তা। উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে কাজী গোলাপ হোসেন (৪৫) নামের ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির সপ্তম তলা থেকে মরদেহটি উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তিনি ওই বাসায় স্ত্রী ও মেয়ে নিয়ে থাকতেন। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও পুলিশের ধারণা এটা পরিকল্পিত হত্যাকা-। পারিবারিক সূত্র জানিয়েছে, নিহত গোলাপ বাবলু পরিবহনের আব্দুল্লাহপুরের কাউন্টার মাস্টার। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। গোলাপ হোসেনের স্ত্রী-সন্তান সপ্তাহখানেক আগে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। এ সময় তিনি একাই বাসায় ছিলেন। তবে তিনি ছাড়া আর কোন লোক ওই বাসায় নীরবে নিভৃতে আগে থেকেই লুকিয়ে ছিল কিনা সেদিক খতিয়ে দেখছে পুলিশ। এ সম্পর্কে বাসার কেয়ারটেকার রফিকুল ইসলাম ও তার স্ত্রী দীপা বলেন, গোলাপ হোসেনের স্ত্রী সকালে তাকে ফোন দিয়ে জানায়, তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন। বাসায় গিয়ে যেন খোঁজ নিই। খবর নিতে গিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পাই। কিন্তু একটি জানালা খোলা থাকায় জানালা দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় গোলাপ হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে গলাকাটা ও নাড়িভুড়ি বের হয়ে এসেছে, এমন অবস্থায় বিছানার ওপর থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক জানান, খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও পেটে বটির দাগ রয়েছে। যথা সম্ভব গত পরশু রাতে খুন করা হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, তাকে বাসার ভেতরেই পরিচিত জনের সহায়তায় খুন করা হতে পারে। বাসার দারোয়ানদের জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পরিবার আসার পর এ ঘটনায় মামলা হবে।
×