ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাসপ্রম ভোলা গ্যাসক্ষেত্রে জরিপ ও অনুসন্ধান চালাবে

প্রকাশিত: ১১:১৮, ২৯ জানুয়ারি ২০২০

গ্যাসপ্রম ভোলা গ্যাসক্ষেত্রে জরিপ ও অনুসন্ধান চালাবে

স্টাফ রিপোর্টার ॥ ভোলার গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনসহ বাংলাদেশের গ্যাস উত্তোলন অনুসন্ধানে কাজ করবে রাশিয়ান রাষ্ট্রীয় কোম্পানি গ্যাসপ্রম। এ বিষয়ে মঙ্গলবার পেট্রোসেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। একটি বাপেক্সের অন্যটি পেট্রোবাংলার সঙ্গে। সমঝোতা সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ্, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ উপস্থিত ছিলেন। বাপেক্সের সঙ্গে করা গ্যাসপ্রমের চুক্তির মাধ্যমে গ্যাজপ্রম ভোলা গ্যাসক্ষেত্রে নতুন করে জরিপ কাজ করবে। জরিপের মাধ্যমে যদি গ্যাস পায় তাহলে গ্যাস উত্তোলনে অনুসন্ধান কূপখননসহ পাইপলাইনের কাজ করবে তারা। এদিকে জ্বালানি খাতের কৌশলগত সহযোগিতার লক্ষ্যে পেট্রোবাংলার সঙ্গে স্ট্র্যাটিজিক পার্টনারশিপ হিসেবে আরও একটি সমঝোতা স্মারক সই করেছে গ্যাসপ্রম। এই চুক্তির আওতায় অফশোর এবং অনশোরে নির্দিষ্ট চুক্তির মাধ্যমে কাজ করতে পারবে তারা। চুক্তির বিষয়ে জানতে চাইলে তৌফিক ই ইলাহী সাংবাদিকদের বলেন, গ্যাসপ্রমের সঙ্গে মূলত দুইটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। একটি ভোলা গ্যাস ক্ষেত্রের উন্নয়ন, কূপখননসহ যাবতীয় কাজে বাপেক্সের সঙ্গে কাজ করবে গ্যাসগ্রম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত এদিকে বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের বিদ্যমান প্রাকৃতিক গ্যাস অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যবহার অব্যাহত রাখবে। রাশিয়ার গ্যাসপ্রম গ্যাস কোম্পানির একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের যে প্রাকৃতিক গ্যাস রয়েছে তা আমরা অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণকালে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এ কথা বলেন। দুই দেশের মধ্যে সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তার সরকার রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুত প্রকল্প প্রতিষ্ঠা করছে। রাশিয়া সবসময়ই আমাদের ইতিবাচক সহযোগিতা করেছে।’
×