ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ী থেকে আনসার আল ইসলামের দাওয়াতি শাখা প্রধান গ্রেফতার

প্রকাশিত: ১১:২২, ২৯ জানুয়ারি ২০২০

যাত্রাবাড়ী থেকে আনসার আল ইসলামের দাওয়াতি শাখা প্রধান গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষক ও দাওয়াতি শাখার প্রধান মোহাম্মদ ওমর ফারুক ওরফে আফসার ওরফে ফরহাদকে (৩০) গ্রেফতার করেছে সিটিটিসি। মঙ্গলবার তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। সিটিটিসি জানায়, সোমবার গভীররাতে যাত্রাবাড়ী থেকে ওমর ফারুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তার ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। ওমর ফারুক আনসার আল ইসলাম জঙ্গী সংগঠনের অন্যতম নীতি নির্ধারক। তিনি যাত্রাবাড়ী থানাধীন একটি মামলার পলাতক আসামি। ওমর ফারুক জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতী শাখার প্রধান ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের অন্য সদস্যদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওমর ফারুক জানান, ২০১৪ সালে তিনি আনসার আল ইসলামের সদস্য হন। তার সঙ্গে চাকরিচ্যুত মেজর জিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি ঢাকা ও চট্টগ্রামে আনসার আল ইসলামের প্রায় অর্ধশত সদস্যকে প্রশিক্ষণ দিয়েছেন।
×